বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দশ বছর আগে যখন আইএসএলে কলকাতার একমাত্র ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন, জানিয়েছিলেন কলকাতার ফুটবলকে অন্য মাত্রায় পৌঁছে দিতে চান। কথা রেখেছেন সঞ্জীব গোয়েঙ্কা। ১০ বছরে চারটে ট্রফি। দু'বার চ্যাম্পিয়ন, দু'বার লিগ শিল্ড জয়ী। ক্লাবস্তরে লক্ষপূরণ হয়ে গিয়েছে। এবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্য চাইছেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'দশ বছরে চারটে ট্রফি। এর থেকে ভাল কী হতে পারে। আমরা রেজাল্ট দেওয়ার জন্য খেলি। যেকোনও ট্রফি জিতলেই ভাল লাগে। আগের বছরের সঙ্গে এটার কোনও পার্থক্য নেই। সব সাফল্যই সমান। জাতীয় পর্যায়ে সবকিছু পাওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে সাফল্য।'
ফুটবলভক্ত শহরের শিল্পপতি। কাজের ফাঁকে প্রায়ই মোহনবাগানের খেলা দেখতে মাঠে আসেন। চ্যাম্পিয়নশিপ ম্যাচে উপস্থিত থাকাই স্বাভাবিক। কিন্তু নব্বই মিনিটের শেষে যেভাবে আবেগের ঢেউয়ে ভেসে গেলেন, না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্র মাঠে প্রবেশ করেন গোয়েঙ্কা। প্রথমেই কোচকে আলিঙ্গন। তারপর ফুটবলারদের শুভেচ্ছা জানান। সবুজ মেরুন আবিরে নিজেকে রাঙিয়ে ফেলেন। মাঠের সেলিব্রেশন পর্ব চুকিয়ে আসেন সাংবাদিক সম্মেলনে। একা নয়, ছিল মোহনবাগানের পঞ্চপাণ্ডব। কর্তা, কোচ, অধিনায়ক, মরশুমের সেরা বিদেশি, জয়ের কারিগর সবাই হাজির ছিল। ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, হোসে মোলিনা, শুভাশিস বসু, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস। অভিনব পদ্ধতিতে সমর্থকদের ধন্যবাদ জানায় টিম মোহনবাগান। কলকাতায় অনেক দলই চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এইভাবে পাঁচজন একসঙ্গে এসে কখনও সাংবাদিকদের মুখোমুখি হয়নি। ঠাঁয় দাঁড়িয়ে থাকলেন গোয়েঙ্কা, মোলিনা, জেমিরা। হাসিমুখে সমস্ত প্রশ্নের উত্তর দেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার।
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'খুশির দিন। এই জয় কোচ, খেলোয়াড়, অধিনায়ক এবং সমস্ত সমর্থকদের উৎসর্গ করছি। টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়। ভারতের প্রথম ক্লাব হিসেবে আমরা ইতিহাস গড়লাম। আমাদের সমর্থন করুন। আমরা শিল্ডের পর ট্রফিও উপহার দেব।' এর আগে হাবাস এবং মোলিনার হাত ধরেই এটিকের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার এই দুই স্প্যানিশ কোচই মোহনবাগানকে পরপর লিগ শিল্ড এনে দিয়েছে। কোন জয়ে বেশি তৃপ্তি বাগানের কর্ণধার? সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'সব জয়ই স্পেশাল। সেটা এটিকের হয়ে হোক বা এমবিএসজির হয়ে হোক।' গোয়েঙ্কা জানিয়ে দিলেন, মোহনবাগানের পাশাপাশি ভারত জেতায় জোড়া খুশির আবহ সবুজ মেরুন শিবিরে।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর

নানান খবর

সতীর্থর গোল চুরি করে ক্ষমা চাইলেন রাফিনিয়া, বিষয়টা কী?

'ভাল ক্রিকেটের জন্য প্রস্তুতি নিই, নির্দিষ্ট পরিস্থিতির জন্য নয়', সিএসকে ম্যাচের আগে বললেন ভেঙ্কটেশ আইয়ার

ফের নেতৃত্বে ধোনি, আইপিএলের বাকি ম্যাচে সিএসকে-র ক্যাপ্টেন সেই মাহিই, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রুতুরাজ!

আইএসএল ফাইনালের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই পাঁচ তারকা, তাঁরা কারা?

কনুইয়ে চোট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি নামবেন বাভুমা? শক্তি হারাল দক্ষিণ আফ্রিকা!

গতির ঝড় তুললেন আর্চার, গিলের উইকেট ওড়ালেন রাজস্থানের তারকা পেসার

পন্থের অখেলোয়াড়োচিত দুষ্টুমিতেই ম্যাচ হেরেছে কলকাতা! লখনউ অধিনায়কের কৌশল নিয়ে তুঙ্গে বিতর্ক

পাঁচটি ম্যাচে ২টিতে জয়, শক্তি বাড়াতে কলকাতা নিল তরুণ তারকাকে, গতির ঝড় তুলতে পারেন বল হাতে

রান নেই রোহিতের ব্যাটে, আইপিএলের মধ্যে দিয়ে এলেন নিজের জার্সি

সামনে ফ্রান্স মানেই বিপজ্জনক মার্টিনেজ, মাঠে নামার আগে সাঁ জাঁকে বিরাট বার্তা আর্জেন্টাইন গোলকিপারের

ব্যাটে ক্যালিপসোর মূর্ছনা তুলে রাসেলকে ধ্বংস করলেন পুরান, দুই ক্যারিবিয়ানের ব্যক্তিগত ডুয়েল জিতলেন লখনউ তারকা

দেড় বছর পরে গোল, গোল করে ভাইকে খুঁজলেন আপুইয়া, শেষ পর্যন্ত কি পেলেন?

আইপিএলে রান নেই, এর মধ্যেই বিরাট সম্মান পেতে চলেছেন রোহিত শর্মা

টি২০ ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ হল বিরাটের, সবচেয়ে বেশি রান কার জানুন

ভরা আইপিএলের মাঝেই বিজেপিতে যোগ দিলেন ধোনির চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা, কে তিনি?